[email protected] মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
১৮ ভাদ্র ১৪৩২

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫ ৭:১৬ পিএম

সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা আগেই হাতছাড়া হয়েছিল।

তবে শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গর্বের জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস লড়াইয়ে লাল-সবুজরা জিতেছে ৪-৩ গোলে।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ এগিয়ে যায়। মাত্র ২৯ সেকেন্ডে মামোনি চাকমার ক্রসে পূর্ণিমা মারমার হেডে গোল করে লিড নেয় দল।

তবে নবম মিনিটে রক্ষণের ভুলে ভারতের আনুশকা কুমারী সমতায় ফেরান। মাঝামাঝি সময়ে আলপি আক্তারের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ (২-১)।

বিরতির পর ৪৮ মিনিটে সুরভী আকন্দ প্রীতি ব্যবধান বাড়ান ৩-১ এ। কিন্তু ভারত লড়াই ছাড়েনি। ৬৫ মিনিটে প্রীতিকা বর্মণ ও ৮৯ মিনিটে ঝুলন নংমাইথেম গোল করে ম্যাচে ফেরান (৩-৩)।

তবে শেষ হাসি হাসল বাংলাদেশই। যোগ করা সময়ে প্রীতির শট ভারতের গোলকিপার ঠেকালেও বল লেগে ডিফেন্ডার দিব্যানি লিন্ডারের গায়ে ঢুকে যায় জালে। আত্মঘাতী সেই গোলেই ৪-৩ ব্যবধানে নিশ্চিত হয় লাল-সবুজদের দারুণ জয়।

গ্রুপ পর্বে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ।

শেষ পর্যন্ত রানার্সআপ হয়েও শেষ ম্যাচে চ্যাম্পিয়নকে হারিয়ে শিরোপা হাতছাড়া করার আক্ষেপ কিছুটা হলেও মুছে দিয়েছে প্রীতি-আলপিরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর