বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করে লিটন দাসের ব্যাটিং নৈপুণ্যে সহজেই জয় তুলে নেয় টাইগাররা। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান তোলে।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ২৮ রানে নেন ৪ উইকেট।
এছাড়া মোস্তাফিজুর রহমান ১ উইকেট এবং সাইফ হাসান ২ উইকেট শিকার করে বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমন আউট হলেও লিটন দাস দলকে জয়ের পথে নিয়ে যান।
২৬ বলে অপরাজিত ৫৪ রানের ঝোড়ো ইনিংসে তিনি ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান। তানজিদ হাসানের সঙ্গেও তার কার্যকরী জুটি গড়ে ওঠে।
শেষ পর্যন্ত লিটনের ঝলমলে ব্যাটিং ও বোলারদের শাসনেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এসআর
মন্তব্য করুন: