[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

প্রীতির হ্যাটট্রিকে ৪-১ গোলে বিধ্বস্ত নেপাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ৫:৪৫ পিএম

আধ ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর এলো প্রথম গোল। এরপরই আলো ছড়ালেন সুরভী আকন্দ প্রীতি। হ্যাটট্রিকের অনন্য কীর্তি গড়ে নেপালের জালে ঝড় তুললেন তিনি। ফলে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আবারও দাপুটে জয় পেল বাংলাদেশ।

বুধবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিধারীরা ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় নেপালকে। এই জয়ে চার ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শক্ত অবস্থান ধরে রাখলো বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে প্রথম দেখায়ও একই প্রতিপক্ষ নেপালকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

শুরু থেকেই নেপালের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। আধিপত্যের ধারাবাহিকতায় ৩৭তম মিনিটে আসে প্রথম গোল। সতীর্থের পাস বাড়াতে গিয়ে বিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে বল ফিরে আসে থুইনুই মারমার কাছে। নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত গতিতে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বুলেট শটে গোল করেন তিনি।

কিছুক্ষণের ব্যবধানেই ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। মামনি চাকমার থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠান তিনি। তবে বিরতির ঠিক আগে ব্যবধান কমায় নেপাল। বক্সের বাইরে থেকে ভূমিকা বুদাথোকির জোরালো শটে পরাস্ত হন গোলকিপার ইয়ারজান বেগম।

দ্বিতীয়ার্ধেও পুরো নিয়ন্ত্রণ থাকে বাংলাদেশের দখলে। ৭১তম মিনিটে কর্নার থেকে দূরের পোস্টে আসা বল অনায়াসে জালে পাঠান প্রীতি। এর কিছুক্ষণ পর শুরু হয় ভারী বৃষ্টি। তবুও ছন্দ হারায়নি মেয়েরা। বরং ৮৬তম মিনিটে পুর্ণিমা মারমার আড়াআড়ি ক্রসে বল পেয়ে সহজেই জালে পাঠান প্রীতি, পূর্ণ করেন দুর্দান্ত হ্যাটট্রিক।

এই নিয়ে টুর্নামেন্টে তৃতীয় জয় তুলে নিল লাল-সবুজরা। এর আগে ভুটানকে হারিয়েছিল ৩-১ গোলে। কেবল ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছিল মেয়েদের। আগামী শুক্রবার ফিরতি ম্যাচে আবারও ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর