[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড সাকিবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫ ২:১৫ এএম

সাকিব আল হাসান

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রবিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়লেন সাকিব আল হাসান।

স্বীকৃত টি–টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ারের ৫০০তম উইকেট শিকার করে তিনি গড়লেন অনন্য বিশ্বরেকর্ড।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে ম্যাচে প্রথম ওভারেই পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে আউট করে মাইলফলক স্পর্শ করেন সাকিব। পরে আরও দুটি উইকেট নিয়ে ম্যাচে শিকার করেন ৩টি।

ইতিহাসে মাত্র পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন তিনি। তবে এখানে একমাত্র বাঁহাতি বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব।

এর আগে যারা এই কীর্তি গড়েছেন তারা সবাই ডানহাতি—রশিদ খান (৬৬০), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)।

আরও এক রেকর্ড গড়েছেন টাইগার অলরাউন্ডার। তিনি এখন বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি একসঙ্গে করেছেন ৭ হাজার রান ও ৫০০ উইকেট শিকার।

টি–টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৫৭ ম্যাচ খেলেছেন সাকিব। এতে ৫ বার পেয়েছেন পাঁচ উইকেট এবং ১২ বার নিয়েছেন চার উইকেট। এই ফরম্যাটে তার চেয়ে বেশি পাঁচ উইকেট আছে শুধু ডেভিড ভিসের (৭ বার)।

সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগলেও সিপিএলে এদিন দারুণ নৈপুণ্যে ফিরলেন সাকিব। এক ম্যাচেই নিলেন ৩ উইকেট, আর তাতেই গড়লেন বিশ্বরেকর্ড। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর