এশিয়া কাপ ঘিরে একে একে অংশগ্রহণকারী দেশগুলো তাদের স্কোয়াড ঘোষণা করছে।
ইতোমধ্যেই বাংলাদেশ, ভারত ও হংকং দল ঘোষণা করেছে। এবার তালিকায় যোগ হলো আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে শক্তিশালী দল নিয়ে টুর্নামেন্টে মাঠে নামবে আফগানরা।
গ্রুপ পর্বে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলা দলটি এবারও এশিয়া কাপে চমক দেখাতে বদ্ধপরিকর।
ঘোষিত দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী, পেস আক্রমণে থাকছেন নাভিন উল হক ও ফজলহক ফারুকি। তরুণ ব্যাটার সেদিকউল্লাহ আতালের সঙ্গে ব্যাটিং লাইনআপে রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। স্পিন বিভাগে রশিদের পাশাপাশি মুজিব-উর রহমান, নূর আহমেদ ও এএম গাজানফারকে রাখা হয়েছে।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তান মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে ৯ সেপ্টেম্বর। এরপর ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
আফগানিস্তানের স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসহাক, মুজিব উর রহমান, এএম গাজানফার, নূর আহমেদ, ফরিদ মালিক, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।
এসআর
মন্তব্য করুন: