অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশ ‘এ’ দলকে।
সেমিফাইনালে উঠতে আজকের ম্যাচে জয়ের পাশাপাশি রান রেটে এগিয়ে থাকার প্রয়োজন ছিল। তবে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে দলটি।
শনিবার ডারউইনে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে বাংলাদেশ ‘এ’।
দলের হয়ে জিশান আলম খেলেন ৩৮ বলে ৫০ রানের ইনিংস। আফিফ হোসেন ২৩ বলে অপরাজিত ৪৯ এবং ইয়াসির আলী ১৫ বলে অপরাজিত ২৫ রান যোগ করেন। ওপেনার মোহাম্মদ নাঈম করেন ১৭ বলে ১৫ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাডিলেড ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায়। ওপেনার ম্যাককেঞ্জি হার্ভি খেলেন বিধ্বংসী ইনিংস— ৫৩ বলে অপরাজিত ১০২ রান।
জ্যাক উইন্টার ৩৫ বলে ৩৫ এবং হ্যারি মেন্নাতি ১৪ বলে অপরাজিত ২৫ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন।
বাংলাদেশের হয়ে সাইফ হাসান ২৮ রানে নেন ২ উইকেট।
এসআর
মন্তব্য করুন: