ভারতের কাছে হার বাংলাদেশের মেয়েদের, সামনে আরও সুযোগ নেপাল ও ভুটানের বিপক্ষে।ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে লড়াই করেও জয় ছিনিয়ে আনতে পারলো না বাংলাদেশ। শুক্রবার চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে পরাজিত হয়।
টুর্নামেন্টের অন্যতম সেরা ভারত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১৪ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ আক্রমণ গড়ে ভারতের পার্ল ফার্নান্দেসের নিখুঁত শটে এগিয়ে যায় তারা। গোল হজম করার পর আলপি-প্রীতিরা ম্যাচে ফিরতে চেষ্টা চালালেও প্রথমার্ধে সমতায় ফিরতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় বাংলাদেশ। তবে ৭৬ মিনিটে কর্নার থেকে বনিপিলা শুলাইয়ের দুর্দান্ত ভলিতে দ্বিতীয় গোল হজম করে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
ভারত এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলে হারিয়েছিল। বাংলাদেশও টুর্নামেন্ট শুরু করেছিল ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়ে। তবে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে হাইলাইন ডিফেন্স করে খেলতে গিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয়েছে তরুণীদের।
চার দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে সমানতালে আছে বাংলাদেশও।
বাংলাদেশের মেয়েদের সামনে এখনও বড় সুযোগ রয়েছে। আগামী ২৪ ও ২৭ আগস্ট নেপালের বিপক্ষে এবং ২৯ আগস্ট ভুটানের বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপপর্ব শেষে ৩১ আগস্ট ভারতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে লাল-সবুজ কন্যারা।
হারলেও তরুণীদের লড়াই প্রশংসনীয়। সাবেক ফুটবলার ও কোচদের মতে, শক্তিশালী ভারতের বিপক্ষে এই ম্যাচে অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা, যা সামনের ম্যাচগুলোতে তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। ভুটানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে নেপাল ও ভারতের বিপক্ষেও ইতিবাচক ফলের আশায় রয়েছে দলটি।
এসআর
মন্তব্য করুন: