[email protected] বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

চাংলিমিথাংয়ে বাংলাদেশের হাসি—ভুটানকে উড়িয়ে শুভসূচনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ১২:১০ এএম

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দাপটের প্রমাণ দিল অর্পিতা বিশ্বাসের নেতৃত্বাধীন লাল-সবুজের দল। এই জয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড আলপি আক্তার।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। দুই অর্ধেই ভুটানের রক্ষণভাগকে চাপে রেখে একের পর এক আক্রমণ গড়ে তোলে অর্পিতারা। যদিও ম্যাচ শুরুর প্রথম পাঁচ মিনিটেই ভুটান এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ভুটানি ফরোয়ার্ড সোনাম কুয়েনদেনের দূর্বল শট প্রথমবারে আটকাতে ব্যর্থ হন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী রায়। তবে দ্রুত প্রতিক্রিয়ায় ফিরতি প্রচেষ্টা থেকে কোনো মতে বলটি আঁকড়ে ধরতে সক্ষম হন তিনি।

প্রথমার্ধের লড়াই: ৩৩ মিনিটে কর্নার থেকে মোমিতা খাতুনের শট লাইনের উপর থেকে ক্লিয়ার করে ভুটানের এক ডিফেন্ডার। ৪০ মিনিটে বাংলাদেশের উম্মে কুলসুমের জোড়ালো শট কর্নারের মাধ্যমে রক্ষা করেন ভুটানের গোলরক্ষক কেলজাং ওয়াংমো। এর আগে ডানদিক থেকে মামনি চাকমার শটও ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেছিলেন তিনি। ৪২ মিনিটে সুরভি আকন্দ প্রীতির শট ক্রসবারে লেগে ফেরত আসলে আবারো গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

অবশেষে প্রথমার্ধের যোগ হওয়া সময়ে গোলের দেখা পায় বাংলাদেশ। ডানদিক থেকে আরিফার ক্রস ভুটানের গোলরক্ষক ওয়াংমো এগিয়ে এসে ধরতে ব্যর্থ হলে বলটি গিয়ে লাগে প্রীতির গায়ে এবং জালে প্রবেশ করে (১-০)। ফলে বিরতিতে এক গোলে এগিয়ে যায় লাল-সবুজরা।

দ্বিতীয়ার্ধের দাপট: বিরতির পরেও আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন আলপি আক্তার। ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০।

তবে ৬০ মিনিটে ভুটান এক গোল শোধ দেয়। ডানদিক থেকে আসা একটি শট মেঘলা রানী রুখে দিলেও ফিরতি বলে জাল খুঁজে পান রিনজিন ডেমা (২-১)।

তিন মিনিট পরই আবারো গোলের দেখা পায় বাংলাদেশ। ৬৪ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেডের মাধ্যমে নিজের দ্বিতীয় গোল করেন আলপি আক্তার। ফলাফলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ ব্যবধানে এবং সেটিই হয় ম্যাচের চূড়ান্ত ফল।

বাংলাদেশের একাদশ:

মেঘলা রানী রায় (গোলরক্ষক), অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), শিউলি রায়, আরিফা আক্তার, ক্রানুচিং মার্মা, মামনি চাকমা, উম্মে কুলসুম, আলপি আক্তার, থুইনু মার্মা, মোমিতা খাতুন, সুরভি আকন্দ প্রীতি।

আসরের দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর