[email protected] বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও’র বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫ ৪:৩৯ পিএম

সংগৃহীত ছবি

ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও ডেইভসন লোপেজ।

প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সংখ্যায় তিনি ছাড়িয়ে গেলেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনকে।

শিলটনের খেলা ম্যাচসংখ্যা নিয়ে দ্বিধা ছিল—১৩৮৭ না ১৩৯০। সেই কারণেই ফ্যাবিও’র রেকর্ড নিশ্চিত হতে অপেক্ষা করতে হয়েছিল আরও এক ম্যাচের। অবশেষে মঙ্গলবার রাতে ১৩৯১তম ম্যাচে মাঠে নেমে বিশ্বরেকর্ড গড়েছেন ৪৪ বছর বয়সী ফ্যাবিও।

গতকাল কোপা সুদামেরিকানার ম্যাচে আমেরিকা ডি কালির বিপক্ষে ফ্লুমিনেন্সের জার্সি গায়ে নামেন ফ্যাবিও। ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় তার দল। এদিনই ইতিহাসে নাম লেখান অভিজ্ঞ এই গোলরক্ষক।

১৯৯৭ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় ফ্যাবিও’র। ২৮ বছরের ক্যারিয়ারে তিনি খেলেছেন ব্রাজিলের পাঁচটি ক্লাবে—উনিয়াও বান্দেইরান্তে, অ্যাতলেটিকো পারানায়েন্সে, ভাস্কো দা গামা, ক্রুজেইরো এবং ফ্লুমিনেন্সে।

সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ক্রুজেইরোর হয়ে (২০০৫–২০২২ সাল পর্যন্ত) মোট ৯৭৬ ম্যাচ। ফ্লুমিনেন্সের হয়ে মঙ্গলবার তার ম্যাচসংখ্যা দাঁড়িয়েছে ২৩৫। এছাড়া ভাস্কো দা গামার হয়ে খেলেছেন দেড় শতাধিক ম্যাচ।

গিনেস বুকের তথ্যমতে শিলটনের অফিসিয়াল ম্যাচসংখ্যা ছিল ১৩৯০। তবে তিনি নিজে দাবি করেছিলেন ১৩৮৭। বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত ১৩৯১ ম্যাচ খেলে সেই সংখ্যা পেরিয়ে গেছেন ফ্যাবিও।

জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ১৯৯৭ সালে ব্রাজিলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। এরপর পুরো ক্যারিয়ার কেটেছে ক্লাব ফুটবলে।

অন্যদিকে বর্তমানে ৭৫ বছর বয়সী শিলটন খেলেছিলেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১২৫ ম্যাচ এবং ক্লাব ক্যারিয়ারে ১,২৪৯ ম্যাচ—সব মিলিয়ে ১৩৭৪ ম্যাচ। তবে অনূর্ধ্ব-২৩ দলের আরও কিছু ম্যাচ যোগ করলে সেটি বেড়ে দাঁড়ায় ১৩৮৭–তে। বিতর্ক থাকলেও রেকর্ড বইয়ে এখন শীর্ষে ফ্যাবিও।

সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলাররা

  • ফ্যাবিও (ব্রাজিল) – ১৩৯১
  • পিটার শিলটন (ইংল্যান্ড) – ১৩৮৭/১৩৯০
  • পল বাস্তোক (ইংল্যান্ড) – ১২৮৪
  • ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) – ১২৮৩
  • রজেরিও সেনি (ব্রাজিল) – ১২২৬

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর