[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

“টি-টোয়েন্টি সিরিজে নতুন মাইলফলক, থাকছেন নারী আম্পায়ার”

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫ ৪:০৩ পিএম

সংগৃহীত ছবি

এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট।

প্রথমবারের মতো আম্পায়ার প্যানেলে থাকছেন নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটি জানিয়েছে, সিরিজে দুটি ম্যাচে রিজার্ভ আম্পায়ার এবং একটি ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জেসি।

আগামী নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যেই মনোনীত হয়েছেন জেসি। তবে তার আগে আন্তর্জাতিক চাপের ম্যাচে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতেই তাকে এই সিরিজে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

এদিকে নেদারল্যান্ডস সিরিজের আগে আইসিসির বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে সাতজন বাংলাদেশি আম্পায়ার যাচ্ছেন শ্রীলঙ্কায়। ২৪ থেকে ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে এ প্রশিক্ষণ কর্মসূচি।

সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচ ৩০ আগস্ট, দ্বিতীয়টি ১ সেপ্টেম্বর এবং শেষ ম্যাচ ৩ সেপ্টেম্বর। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই মিরপুরে অনুশীলন শুরু করেছে টাইগাররা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর