[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫ ৯:৪২ পিএম

সংগৃহীত ছবি

জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত পারফরম্যান্সে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাইগার যুবারা।

রোববার (হারারে স্পোর্টস ক্লাব মাঠে) টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে শুরুটা ছিল মন্দ নয়—উদ্বোধনী জুটিতে জাওয়াদ আবরার ও রিফাত বেগ মিলে যোগ করেন ৪১ রান। তবে পরবর্তী ২৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।

সেই চাপ সামলান রিজান হোসেন ও কালাম সিদ্দিকি। চতুর্থ উইকেটে তারা গড়েন ১১৭ রানের দারুণ জুটি। কালাম ৭৫ বলে ৬টি চার মেরে করেন ৬৫ রান। পরে উইকেটরক্ষক ব্যাটার আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে রিজান এগিয়ে যান সেঞ্চুরির পথে। কিন্তু মাত্র ৫ রান বাকি থাকতে ৯৬ বলে ১০টি চার সাজিয়ে ৯৫ রানে আউট হন তিনি।

শেষ দিকে আব্দুল্লাহর ২৯ বলে অপরাজিত ৩৮ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রানের লড়াকু স্কোর দাঁড় করায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। রিজান হোসেন ও আল ফাহাদের তীক্ষ্ণ বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় তারা। আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন আদনান, সনি করেন ৩৬।

এই জয়ে ত্রিদেশীয় সিরিজের মুকুট মাথায় তুলে নেয় বাংলাদেশের যুবারা, পুরো সফরে প্রদর্শন করে ধারাবাহিক ও শৃঙ্খলিত ক্রিকেট।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর