[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

দেশজুড়ে মিনি স্টেডিয়াম: ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা

১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫ ২:৫৮ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ বাস্তবায়িত “উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ—২য় পর্যায়” প্রকল্পের আওতায় ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে সরাসরি উপস্থিত থেকে এবং অবশিষ্ট ১৩টি মিনি স্টেডিয়াম ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন—প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ ইতিমধ্যে গৃহীত হয়েছে, যার মধ্যে প্রায় ১৫০টি স্টেডিয়ামের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ শেষ হবে।

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রীড়াক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কাজ চলছে। নবনির্মিত মাঠগুলোতে নিয়মিত খেলাধুলা নিশ্চিত করলে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি সম্ভব হবে।

তরুণদের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন—যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে AI, রোবটিক্সসহ প্রযুক্তি-নির্ভর প্রশিক্ষণের মডিউল প্রণয়ন চলছে। পাশাপাশি উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা যুগোপযোগীভাবে হালনাগাদ করার কাজ চলছে, যাতে তরুণরা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। তিনি ২০২৫ সালের “তারুণ্যের উৎসব”-এ সবার অংশগ্রহণের আহ্বান জানান।

প্রকল্পের অগ্রগতি:

  • প্রথম পর্যায় (জুলাই ২০১৬ – জুন ২০১৯): ১২৫ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ, ব্যয় ৭৪১১.১১ লক্ষ টাকা।

  • দ্বিতীয় পর্যায় (জুলাই ২০২১ – জুন ২০২৫): ১৮৬ উপজেলায় নির্মাণকাজ চলমান, ব্যয় ১৬৪৯৩২.৫২ লক্ষ টাকা।

  • সংশোধিত প্রস্তাব (প্রথম সংশোধিত ডিপিপি): ২০১ উপজেলায় নির্মাণ, ব্যয় ২৮৫৫৪২.০০ লক্ষ টাকা, মেয়াদ জুন ২০২৭ পর্যন্ত।

  • তৃতীয় পর্যায় (প্রস্তাবিত): ১২০ উপজেলায় জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণ, ব্যয় ৭৪৯১৮.০০ লক্ষ টাকা, সময়সীমা জানুয়ারি ২০২৫ – জুন ২০২৭।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর