[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

সাগরিকার জোড়া গোলে লাওসকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫ ৯:১২ পিএম

সংগৃহীত ছবি

মোসাম্মত সাগরিকার জোড়া গোলে এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বাছাই পর্বে লাওসকে ৩-১ ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

বুধবার (৬ আগস্ট) লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে মেয়েরা। তবে একটি গোল হজমও করতে হয় তাদের।

বাংলাদেশের হয়ে দুইটি গোল করেন সাগরিকা, অন্য গোলটি করেন মুনকি খাতুন।

‘এইচ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, লাওস এবং পূর্ব তিমুর। গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৬ সালের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে। তবে দ্বিতীয় স্থানেও শেষ করলেও আশা থাকবে। সে ক্ষেত্রে আটটি গ্রুপের রানার্সআপ দলের মধ্যে সেরা তিনটি দল পাবে মূল পর্বে খেলার সুযোগ।

আগামী শুক্রবার (৮ আগস্ট) গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পূর্ব তিমুর।

এই জয়ের মাধ্যমে বাছাই পর্বে মোট ১৩ ম্যাচে বাংলাদেশের এটি তৃতীয় জয়। এর আগে ১২ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। সাগরিকা-মুনকির পারফরম্যান্সে এবার নতুন আশার আলো দেখছে অনুর্ধ্ব-২০ নারী দল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর