[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

চলে গেলেন রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫ ১:০৮ এএম

বিশ্বখ্যাত রেসলার ও ডব্লিউডব্লিউই (WWE) সুপারস্টার হাল্ক হোগান (আসল নাম: টেরি বোলিয়া) আর নেই।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) এক বিবৃতিতে কিংবদন্তি এই রেসলারের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, “হাল্ক হোগান ১৯৮০-এর দশকে ডব্লিউডব্লিউইকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত।”

স্থানীয় পুলিশ জানিয়েছে, হোগানের হার্ট অ্যাটাকের খবর পাওয়ার পর জরুরি সেবাদাতা দল তাঁকে দ্রুত মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

‘সোনালি যুগের’ (Golden Era) পোস্টারবয় হিসেবে খ্যাত হাল্ক হোগান তাঁর “Say your prayers and eat your vitamins” ডায়লগ এবং “২৪ ইঞ্চি পাইথন” বাহুর জন্য বিশ্বজুড়ে পরিচিতি পান।

তবে তার ক্যারিয়ারে বিতর্কও কম ছিল না। ২০১৫ সালে একটি বর্ণবাদী মন্তব্যের ভিডিও ফাঁস হলে সমালোচনার মুখে পড়েন তিনি। একই সঙ্গে গোপন ভিডিও ফাঁসের মামলায় গকার মিডিয়ার বিরুদ্ধে করা মামলায় তিনি ১১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ পান, যা প্রতিষ্ঠানটির পতনের কারণ হয়।

সবকিছু ছাপিয়ে হাল্ক হোগান ছিলেন একজন রেসলিং আইকন এবং পপ কালচারের অবিচ্ছেদ্য অংশ। তাঁর মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর