প্রথমবারের মতো একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ
মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর লড়াইয়ে ৮ রানের জয় পায় টাইগাররা।
১৩৪ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানের প্রয়োজন ছিল শেষ ওভারে ১৩ রান, হাতে মাত্র একটি উইকেট। মুস্তাফিজুর রহমানের করা ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান আহমেদ দানিয়েল। তবে পরের বলেই বড় শট খেলতে গিয়ে মিডউইকেটে শামীম হোসেনের হাতে ধরা পড়েন তিনি, নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। নাঈম শেখ, লিটন দাস, তাওহিদ হৃদয় ও পারভেজ ইমন দ্রুত ফিরে যান। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর শেখ মেহেদি ও জাকের আলির জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। মেহেদি ২৫ বলে ৩৩ ও জাকের আলি ৪৮ বলে ৫৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৩ রান করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধস নামে পাকিস্তান ইনিংসে। শেখ মেহেদির প্রথম ওভারে রানআউটে কাটা পড়েন সায়িম আইয়ুব। এরপর শরিফুল ইসলাম ও তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।
শেষ দিকে ফাহিম আশরাফের ৩২ বলে ৫১ রানের লড়াকু ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফল হয়নি সফরকারীরা। শেষ পর্যন্ত ১৯ ওভার ২ বলে ১২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।
এসআর
মন্তব্য করুন: