সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে।
সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে। জিতলেই নিশ্চিত হবে সিরিজ জয়, হারলেও হাতে থাকবে আরও একটি সুযোগ। তবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ ক্রিকেট দল।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে বাংলাদেশ ৭ উইকেটে জয় তুলে নেয়। পাকিস্তান ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায়। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন, আর মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ৬ রানে শিকার করেন ২ উইকেট—যা টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার সেরা ইকোনমি রেটের পারফরম্যান্স।
১২০ বলে ১১১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ৭ রানের মধ্যে ২ উইকেট হারালেও, পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয় দলকে দৃঢ় ভিত্তি এনে দেন। ৬২ বলে ৭৩ রানের জুটি গড়ে তুলে জয়ের ভিত গড়ে দেন এই দুই তরুণ।
তৌহিদ হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে ফিরে গেলেও, পারভেজ ইমন ৩৯ বলে ৫৬ রানের দারুণ ইনিংস খেলে ২৭ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে ২০১৬ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টিতে পরাজিত করল বাংলাদেশ।
এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ফলে দ্বিতীয় ম্যাচেও ‘উইনিং কম্বিনেশন’ অক্ষুণ্ন রাখার সম্ভাবনাই বেশি। যদি ইনজুরি বা ফিটনেসজনিত কোনো সমস্যা না থাকে, তাহলে প্রথম ম্যাচের একাদশই আবার মাঠে নামতে পারে।
অন্যদিকে, প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে সিরিজে টিকে থাকতে চাইবে পাকিস্তান। তাই তারা একাদশে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুই দল এখন পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৪টিতে, পাকিস্তান জয়ী হয়েছে ১৯ বার।
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, ফাহিম আশরাফ, সালমান মির্জা ও আবরার আহমেদ।
এসআর
মন্তব্য করুন: