অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।
নয় বছরের খরা কাটিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং ও দৃঢ় ব্যাটিংয়ের ওপর ভর করে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় টাইগাররা। এতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক দল।
১১১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য আশানুরূপ ছিল না। ইনিংসের প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম এবং দ্বিতীয় ওভারে অধিনায়ক লিটন দাস ফিরে গেলে মাত্র ৭ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। কিন্তু এরপর পরিস্থিতি সামাল দেন তাওহিদ হৃদয় ও ওপেনার পারভেজ হোসেন ইমন।
দুজনের ৭৩ রানের জুটিতে ম্যাচের রাশ হাতে নেয় বাংলাদেশ। হৃদয় জীবন পেয়ে ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও, পারভেজ হোসেন ইমন ছিলেন অবিচল। ৩৯ বলে ৫ চার ও ছক্কার মারে গড়া ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে ১৪.৪ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বল হাতে শুরু থেকেই আগ্রাসী ছিল স্বাগতিক বোলাররা। পাকিস্তানের টপ অর্ডার একের পর এক ব্যর্থতার পরিচয় দেয়। একমাত্র ফখর জামান কিছুটা লড়াই করে ৩৪ বলে ৪৪ রান করেন। বাকিরা কেউই দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে দেশের হয়ে কৃপণতম বোলিংয়ের রেকর্ড গড়েন। তাসকিন ৩.৩ ওভারে ২২ রানে শিকার করেন ৩ উইকেট। সহায়তা করেন তানজিম হাসান ও মাহেদী হাসান।
পাকিস্তানের পক্ষে একমাত্র উল্লেখযোগ্য পারফরমার ছিলেন অভিষিক্ত পেসার সালমান মির্জা। ১৭ রান খরচায় তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে ফিল্ডিংয়ে চরম ব্যর্থতা ছিল সফরকারীদের—হৃদয়ের দুটি সহজ ক্যাচ হাতছাড়া করে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে তারা।
শেষদিকে ১৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১২ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ২০১৬ সালের পর এই প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল টাইগাররা, তাও আবার ঘরের মাঠ মিরপুরে। জয়টা তাই ছিল শুধু সিরিজে এগিয়ে যাওয়ার নয়—একটি ইতিহাসের পুনরাবৃত্তি।
পাকিস্তান: ১১০/১০ (১৯.৩ ওভার)
ফখর জামান ৪৪, তাসকিন আহমেদ ৩/২২, মোস্তাফিজ ২/৬
বাংলাদেশ: ১১২/৩ (১৪.৪ ওভার)
পারভেজ হোসেন ইমন ৫৬*, তাওহিদ হৃদয় ৩৬, সালমান মির্জা ২/১৭
ফলাফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
সিরিজ: বাংলাদেশ ১–০ তে এগিয়ে
এসআর
মন্তব্য করুন: