দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল।
বেনোনিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১০৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগার যুবারা।
গত এক দশকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা চারটি দ্বিপাক্ষিক যুব ওয়ানডে সিরিজের সবগুলোতেই জয় পেল বাংলাদেশ।
উইলোমুর পার্কে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ৬ উইকেটে ২৬৫ রান তোলে।
অধিনায়ক আজিজুল হাকিম ৯০ বলে করেন ৬৭ রান। ওপেনার জাওয়াদ আবরার খেলেন ঝোড়ো ইনিংস—৫৩ বলে ৫৭ রান, মারেন ৬টি ছক্কা। চতুর্থ ব্যাটসম্যান রিজান হাসানও ফিফটি করেন।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই চাপে পড়ে—মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ৩০.২ ওভারে ১৬১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন জ্যাসন রোলেস।
বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন আল ফাহাদ, আজিজুল হাকিম ও স্বাধীন ইসলাম।
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
এসআর
মন্তব্য করুন: