[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

কাউন্টি ক্রিকেটে খেলবেন সাকিব, সেখান থেকে যাবেন ভারতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৪ ১২:০৮ পিএম

শেখ হাসিনার সরকারের সাবেক এমপি সাকিব আল হাসান।

ফের আলোচনায় দেশের ক্রিকেটে। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ১০ উইকেটের ভালো অবদান ছিল তার। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ৩ উইকেট তুলে তাদের দ্রুত অলআউটে ভূমিকা রাখেন তিনি। 

গত ৫ তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কিছুটা বিপাকে রয়েছেন সাকিব।

তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানায় গার্মেন্টসকর্মীকে হত্যার দায়ে করা মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে আসামি দেখানো হয়েছে।

সেখানে আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামও। তবে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাকিবের খেলতে বাঁধা নেই বলেও জানিয়েছে বিসিবি। সেই সাথে মামলার আইনি লড়াইয়েও সাকিবের পাশে আছে বিসিবি।

পাকিস্তানে চলমান টেস্ট সিরিজ শেষ করে সাকিব চলে যাবেন যুক্তরাজ্যে, কাউন্টি ক্রিকেট খেলতে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট শেষ করে পাকিস্তান থেকে ইংল্যান্ড চলে যাবেন সাকিব। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর