ভুটান নারী ফুটবল লিগে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশি তারকা সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমার ডাবল হ্যাটট্রিকে পারো এফসি ২২-০ গোলে বিধ্বস্ত করেছে ফুটসিলিং এফসিকে।
পারো এফসির হয়ে সাত গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। অপরদিকে, ছয় গোল করে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন ঋতুপর্ণা চাকমা।
এছাড়া দলের হয়ে চারটি গোল করেছেন সুমাইয়া এবং জোড়া গোল এসেছে মনিকার পা থেকে। প্রথমার্ধেই ১১-০ গোলে এগিয়ে যায় পারো এফসি, দ্বিতীয়ার্ধে তা রূপ নেয় গোলবন্যায়।
বড় জয়ে স্বাভাবিকভাবেই ম্যাচসেরা নির্বাচিত হন গোল মেশিন খ্যাত সাবিনা খাতুন। ম্যাচ শেষে তিনি বলেন, “গোল করছি, দল জিতছে—এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে।”
চলতি লিগে সাবিনার মোট গোলসংখ্যা ইতোমধ্যে ২০ ছাড়িয়েছে। গত ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন সুমাইয়া, এবার নজর কাড়লেন সাবিনা। ধারাবাহিক পারফরম্যান্সে ভুটান লিগে একের পর এক ম্যাচে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।
সব মিলিয়ে ভুটানের মাঠ যেন পরিণত হয়েছে বাংলাদেশের মেয়েদের জন্য গোল উৎসবের মঞ্চে।
এসআর
মন্তব্য করুন: