সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।
টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।
এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নেপাল। দুই দলই তাদের পরবর্তী ম্যাচ জিতলে, আগামী ২১ জুলাই বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি হয়ে উঠবে টুর্নামেন্টের অলিখিত ফাইনাল।
ম্যাচের ৩৩তম মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তৃষ্ণা রানী। ভুটানের এক ডিফেন্ডার নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বলটি পেয়ে যান তৃষ্ণা। দ্রুত নিয়ন্ত্রণ নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে গোল করেন তিনি।
দ্বিতীয় গোলটি আসে ৬৫তম মিনিটে। ভুটান গোলরক্ষক গোল কিক নেওয়ার সময় পা পিছলে পড়ে যান, তবে তার হালকা স্পর্শে বল চলে যায় সতীর্থের পায়ে। সেখান থেকে মুনকির চাপের মুখে বল হারান সেই খেলোয়াড়। সুযোগ কাজে লাগিয়ে বল কন্ট্রোল করে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন তৃষ্ণা রানী।
৭৪তম মিনিটে বাংলাদেশের জয় নিশ্চিত করে তোলেন স্বপ্না রানী। তার নেওয়া দূরপাল্লার শটটি লাফিয়ে ওঠা ভুটান গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে।
এর আগে গত পরশুদিন অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচের প্রথমার্ধ অনুষ্ঠিত হয় কিংস অ্যারেনায়, যেখানে শান্তি মারডির একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। তিন ঘণ্টা পর দ্বিতীয়ার্ধে ভুটান সমতা ফেরালেও শান্তি মারডি পরপর দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।
টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে বাংলাদেশ দল আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে, সেই আশা করছে দেশের ফুটবলপ্রেমীরা।
এসআর
মন্তব্য করুন: