[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

মেহেদি-তানজিদের নৈপুণ্যে শ্রীলঙ্কায় সিরিজ জিতল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ২:৩০ এএম

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কা সফর শেষ হলো দারুণ জয় দিয়ে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজও নিজেদের করে নিল বাংলাদেশ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৩৩ রানের লক্ষ্য ২১ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে লিটন দাসের দল।

প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়ে ২–১ ব্যবধানে সিরিজ জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। দেশের বাইরে সব মিলিয়ে এটি পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয়।

এই ম্যাচে বল হাতে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স উপহার দেন একাদশে ফেরা শেখ মেহেদি হাসান। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। ব্যাট হাতে ঝলক দেখান তানজিদ হাসান। ১ চার ও ৬ ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তরুণ এই ওপেনার।

শ্রীলঙ্কার বিপর্যয়

টস জিতে ব্যাটিং নিলেও পাওয়ার প্লেতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। প্রথম ৫ ওভারে ৩ উইকেট হারায় তারা। প্রথম ওভারে কুসাল মেন্ডিসকে ফেরান শরিফুল ইসলাম। এরপর মেহেদি হাসান ফিরিয়ে দেন কুসাল পেরেরা ও দিনেশ চান্দিমালকে।

মেহেদির ঘূর্ণিতে বোল্ড হন চারিথ আসালাঙ্কা। এরপর নিজের শেষ ওভারে তুলে নেন দলের সর্বোচ্চ রান করা পাথুম নিসাঙ্কার উইকেট (৩৯ বলে ৪৬)। শেষদিকে দাসুন শানাকার ঝোড়ো ২৫ বলে অপরাজিত ৩৫ রানে লড়াইয়ে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা।

মুস্তাফিজুর রহমানও করেন কৃপণ বোলিং—৪ ওভারে ১ উইকেট নিয়ে দেন মাত্র ১৭ রান। অন্যদিকে শরিফুল ৪ ওভারে ৫০ রান দিলেও শেষ ওভারে নিয়ন্ত্রিত ছিলেন না।

ব্যাটিংয়ে দাপট

লক্ষ্য ছোট হলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই ফিরে যান পারভেজ হোসেন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম শূন্য রানে আউট হওয়ার ঘটনা, যার তিনটিই প্রথম বলে।

দ্বিতীয় ওভারে রিভিউ নিয়ে বাঁচেন লিটন দাস। পরে তিনি তানজিদের সঙ্গে গড়েন ৫০ বলে ৭৪ রানের জুটি। নবম ওভারে ২৬ বলে ৩২ রান করে আউট হন লিটন।

তানজিদ ফিফটি পূর্ণ করেন ২৭ বলে। এরপর হৃদয়ের সঙ্গে গড়েন ৪৮ বলে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি। হৃদয় অপরাজিত থাকেন ২৫ বলে ২৭ রানে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর