টি-টোয়েন্টি সিরিজের নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩২ রানে আটকে দিয়েছে বাংলাদেশ।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া স্বাগতিকদের ইনিংস চূর্ণ-বিচূর্ণ করে দেন অফস্পিনার মেহেদী হাসান, যিনি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে গড়েন নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।
বাংলাদেশের সামনে এখন জয়ের জন্য লক্ষ্য মাত্র ১৩৩ রান। তিন ম্যাচের সিরিজে বর্তমানে দুই দল ১-১ সমতায় রয়েছে; অর্থাৎ এই ম্যাচই সিরিজের ভাগ্য নির্ধারণ করবে।
শুরুটা ভালো না হলেও শ্রীলঙ্কার ইনিংসে খানিকটা লড়াই করেন দুই ব্যাটার—পাথুম নিশাঙ্কা ও দাসুন শানাকা। ওপেনার নিশাঙ্কা ৪৬ রানের মূল্যবান ইনিংস খেলেন, তবে ১০তম ওভারে মেহেদীর শিকার হয়ে ফিরেন। এরপর মেন্ডিসের ২১ রানের ছোট্ট অবদান ইনিংসে কিছুটা স্থিতি আনলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা।
শেষ দিকে অধিনায়ক শানাকার ঝড়ো ব্যাটিং দলকে টেনে নেয় সম্মানজনক সংগ্রহে। বিশেষ করে ইনিংসের শেষ ওভারে শরীফুল ইসলামের বিরুদ্ধে ছয় ও চার হাঁকিয়ে একাই সংগ্রহ করেন ২২ রান, যার কল্যাণে দলীয় স্কোর ১৩০ পার করে।
ম্যাচে বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান। শুরুতেই কুশল পেরেরাকে ফেরানোর পর বিদায় করেন চান্দিমাল, অধিনায়ক আসালঙ্কা ও ইন-ফর্ম নিশাঙ্কাকে। স্পিনের দাপটে পুরো ইনিংসজুড়েই আধিপত্য ধরে রাখেন তিনি।
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নামবে বাংলাদেশ। তবে প্রেমাদাসার ধীরগতির উইকেট ও শ্রীলঙ্কার স্পিননির্ভর আক্রমণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এ পরিস্থিতিতে ব্যাট হাতে বড় দায়িত্ব নিতে হবে লিটন দাস, তাওহীদ হৃদয় ও শামীম হোসেনদের। সামান্য ভুলেই হাতছাড়া হয়ে যেতে পারে সিরিজ।
এসআর
মন্তব্য করুন: