ফুটবল ইতিহাসে এমন ঘটনা খুব বেশি দেখা যায় না—একই ম্যাচ খেলা হলো দুই ভিন্ন মাঠে! সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ (মঙ্গলবার) ভুটানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়, আর দ্বিতীয়ার্ধ খেলতে হয়েছে পাশের অনুশীলন মাঠে।
কারণ, ভারী বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে।
তবে মাঠ বদলালেও ছন্দ হারায়নি বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষের জালে চার গোল দিয়ে ৪-১ ব্যবধানে দারুণ জয় তুলে নেয় স্বাগতিক দল। ম্যাচে হ্যাটট্রিক করেন ফরোয়ার্ড শান্তি মার্ডি।
বৃষ্টিভেজা দিনে কিংস অ্যারেনার কর্দমাক্ত মাঠে ম্যাচ শুরু হয় ফ্লাডলাইটের আলোয়। এমন অবস্থায় স্বাভাবিক খেলা সম্ভব ছিল না। তবে ৭ মিনিটেই বাংলাদেশ এগিয়ে যায়। শান্তি মার্ডি তিনটি প্রচেষ্টায় বল জালে জড়ান এবং এগিয়ে দেন দলকে। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা।
বিরতির পর তিন ঘণ্টা খেলা বন্ধ থাকে। মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচটি স্থানান্তর করা হয় পাশের অনুশীলন মাঠে।
খেলা ফের শুরুর পর ৫৩ মিনিটে গোল করে ম্যাচে সমতায় ফেরে ভুটান। ওয়াংমোর নিখুঁত প্লেসিং শটে গোল হজম করে বাংলাদেশ।
তবে এরপরই পাল্টে যায় দৃশ্যপট। গোল হজমের ঠিক চার মিনিট পর কর্নার থেকে আবারও গোল করেন শান্তি—এটি তার ও দলের দ্বিতীয় গোল। এরপর ৭৬ মিনিটে বদলি খেলোয়াড় মুনকি আক্তার একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান ৩-১ করেন। বাঁ দিক থেকে ঢুকে নিখুঁত শটে বল পাঠান জালে।
৭৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন শান্তি মার্ডি। উমেলহার ক্রসে বক্সে ঢুকে জোরালো শটে স্কোরলাইন করেন ৪-১।
এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। দারুণ ফর্মে থাকা মেয়েরা শিরোপার লড়াইয়ে এখন শক্ত দাবিদার।
এসআর
মন্তব্য করুন: