জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
তার মতে, মাল্টিস্কিল সম্পন্ন এই অলরাউন্ডারের এখনো কোনো বিকল্প গড়ে ওঠেনি। দলের পারফরম্যান্স ও নেতৃত্ব—দুই দিক থেকেই সাকিব এখনো অপরিহার্য।
সম্প্রতি ব্যাডমিন্টন ফেডারেশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাইলট বলেন,
“রাজনৈতিক বিষয়গুলো না থাকলে একজন খেলোয়াড় হিসেবে সাকিবের কোনো বিকল্প নেই। তার ৪ ওভার বোলিং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে, পাশাপাশি ব্যাটিংয়েও কার্যকর। মাল্টিস্কিল প্লেয়ার হিসেবে সে এখনো অনন্য। গ্লোবাল সুপার লিগেও সে নিজেকে প্রমাণ করেছে।”
সাকিব আল হাসান সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২৩ সালের আগস্টে, ভারতের বিপক্ষে। এরপর থেকেই তিনি দলের বাইরে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন সাকিব। পরবর্তীতে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হওয়ায় তিনি দেশে ফেরেননি বলে জানা গেছে।
তবে জাতীয় দলে না খেললেও ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। সর্বশেষ গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিবের দলে ফেরার প্রয়োজনীয়তা শুধু পারফরম্যান্স নয়, নেতৃত্বের অভাব পূরণেও দেখছেন পাইলট। তিনি বলেন,
“বোর্ডের উচিত তাকে যত দ্রুত সম্ভব দলে ফেরানো। দল এখন নেতৃত্বের সংকটে। সিনিয়রদের উপস্থিতি দলকে গাইড করে। যেমনটা মাশরাফি অধিনায়ক থাকা অবস্থায় হয়েছিল। সাকিব ফিরলে দলের চেহারাই বদলে যাবে।”
তরুণ খেলোয়াড়দের অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে কোচিং কাঠামোর দিকেও আঙুল তোলেন এই সাবেক উইকেটকিপার। তার ভাষায়,
“রিশাদ, তানজিমদের ভালো ব্যাটিং স্কিল রয়েছে, শরিফুলকে এক ওভারে ১৮ রান নিতে দেখেছি। কিন্তু তারা এখনো নিচে ব্যাট করে। বিশ্বের অনেক দলে টেলএন্ডারদের অলরাউন্ডার বানানো হয়, কিন্তু আমাদের ম্যানেজমেন্টে সেই পরিকল্পনা বা প্রজেক্টের অভাব রয়েছে।”
পাইলটের মতে, শুধু সাকিব নয়, ভবিষ্যতের জন্যও মাল্টিস্কিল প্লেয়ার তৈরিতে এখনই উদ্যোগ নেওয়া জরুরি।
এসআর
মন্তব্য করুন: