কিংস্টনে তিন দিনের মধ্যেই শেষ হয়ে গেল টেস্ট ম্যাচ।
এতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। ম্যাচের তৃতীয় ইনিংসে মাত্র ২৭ রানেই অলআউট হয় স্বাগতিকরা, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই তিন উইকেট তুলে নেন মিচেল স্টার্ক।
শেষ পর্যন্ত তিনি ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন। অপর প্রান্তে স্কট বোল্যান্ড টেস্ট ইতিহাসের মাত্র দশম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন।
এর আগে, অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ১২১ রানে গুটিয়ে গেলেও প্রথম ইনিংসে ২২৫ রানে করা সংগ্রহেই তারা ম্যাচে আধিপত্য রাখে।
স্টিভেন স্মিথ করেন ৪৮ রান, ক্যামেরন গ্রিন করেন ৪৬। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ নেন ৪ উইকেট এবং সিলস ও গ্রেভস নেন ৩টি করে উইকেট।
টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে এ নজির গড়েছিল তারা। আর ওয়েস্ট ইন্ডিজের আগের সর্বনিম্ন ছিল ৪৭ রান, সেটিও জ্যামাইকার এই মাঠেই, ইংল্যান্ডের বিপক্ষে।
এসআর
মন্তব্য করুন: