পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
ঝড়ো সূচনার পর মধ্য ওভারে ব্যাটিং ধীরগতির হওয়ায় প্রত্যাশিত বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে টাইগাররা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ২২ বলে ৩৮ রানের ইনিংসে তিনি মারেন ৫টি চার ও একটি ছক্কা। অন্যদিকে তানজিদ হাসান তামিম তুলনামূলক ধীর গতিতে খেলেন, ১৭ বলে ১৬ রান করে আউট হন। পাওয়ারপ্লেতে বাংলাদেশ তোলে ৫৪ রান, যা বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল।
তবে ইনিংসের গতি থেমে যায় পাওয়ারপ্লে শেষে। অধিনায়ক লিটন দাস আবারও ব্যর্থ হন—১১ বলে করেন মাত্র ৬ রান। তাওহীদ হৃদয় করেন ১৩ বলে ১০ রান। মিডল অর্ডারে মোহাম্মদ নাঈম শেখ অনেকটা সময় ক্রিজে থাকলেও তার ২৯ বলে ৩২ রানের ধীরগতির ইনিংসটি দলের ওপর বাড়তি চাপ তৈরি করে।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ কিছুটা আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করেন—২৩ বলে ২৯ রানে চারটি চার হাঁকান। শেষদিকে শামীম হোসেন পাটোয়ারীর ছোট্ট ঝড়ো ইনিংসে দল দেড়শ পেরোয়।
বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে থামে ১৫৪ রানে।
শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মাহিশ থিকশানা, তিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ২টি উইকেট। দাসুন শানাকা ও জেফ্রি ভানডারসে পান একটি করে উইকেট।
প্রথম ইনিংস শেষে বলা যায়, বাংলাদেশের সূচনা যতটা উজ্জ্বল ছিল, ইনিংসের মাঝপথ থেকে শেষাংশ ততটাই হতাশাজনক। পিচ ও কন্ডিশনের বিবেচনায় ১৫৫ রানের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও, দ্রুত উইকেট তুলে নিতে না পারলে শ্রীলঙ্কার জন্য এই রান তাড়া করা কঠিন হবে না।
এসআর
মন্তব্য করুন: