প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ৪:৫৮ পিএম
লম্বা শ্রীলঙ্কা সফরের শেষ অধ্যায় শুরু হচ্ছে আজ।
দুই টেস্ট ও তিন ওয়ানডে শেষে এখন পালা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের। সফরের আগের অংশে খুব বেশি সাফল্য না পেলেও, শেষটা ভালো করে সেই হতাশা কিছুটা হলেও ভুলতে চায় বাংলাদেশ দল।
সফরের শুরুটা হয়েছিল প্রতিশ্রুতির আলো ছড়িয়ে—প্রথম টেস্টে ছিল জয়ের সম্ভাবনাও, শেষ পর্যন্ত তা ড্র হয়। এরপর ওয়ানডে সিরিজে একটি জয় পেলেও বাকি দুই ম্যাচে ছন্দহীন ব্যাটিং-বোলিংয়ে ভুগেছে বাংলাদেশ। মাঠে ও ড্রেসিংরুমে খেলোয়াড়দের দেহভাষ্যেই ফুটে উঠেছে আত্মবিশ্বাসের ঘাটতি।
তবে টি-টোয়েন্টি সিরিজ নতুন করে ঘুরে দাঁড়ানোর একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স এই ফরম্যাটে আশাব্যঞ্জক নয়—শেষ ১৫ ম্যাচে হেরেছে ১১টিতে। এরপরও বাংলাদেশ দলের সামনে সুযোগ আছে ছন্দ ফিরে পাওয়ার, বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে।
বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কার কন্ডিশনে তরুণদের নিয়ে গড়া দলটির জন্য এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ।
সম্ভাব্য একাদশে কিছু পরিবর্তন
টি-টোয়েন্টি সিরিজে ওয়ানডে দল থেকেই বেশিরভাগ খেলোয়াড়কে দেখা যেতে পারে। তবে স্কোয়াডে রাখা হয়নি নিয়মিত টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। ফলে এক নম্বর পজিশনে তানজিদ হাসান তামিমের সঙ্গী হতে পারেন পারভেজ হোসেন ইমন। তিনে নামবেন লিটন দাস, যিনি এই সিরিজে অধিনায়কত্বের দায়িত্বও পালন করছেন।
মিডল অর্ডারে থাকবেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী অনিক। অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে, যদিও তার সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্ম কিছুটা হতাশাজনক—শেষ ৬ ম্যাচে মাত্র ৩ উইকেট, ব্যাটিংয়ে স্ট্রাইক রেট ১০০-র কাছাকাছি।
স্পিন বিভাগে মিরাজের সঙ্গী হবেন রিশাদ হোসেন। পেস আক্রমণে তিন পেসার নিয়ে নামার সম্ভাবনা আছে—তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
এসআর
মন্তব্য করুন: