[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

কর ফাঁকির দায়ে অ্যানচেলত্তির এক বছরের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ৪:৫১ পিএম

সংগৃহীত ছবি

কর ফাঁকির অভিযোগে এক বছরের কারাদণ্ড ও প্রায় চার লাখ ইউরো জরিমানায় দণ্ডিত হয়েছেন ইতালিয়ান ফুটবল কোচ কার্লো অ্যানচেলত্তি।

 বুধবার (৯ জুলাই) স্পেনের একটি আদালত এ রায় দেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আদালত ২০১৪ সালের কর ফাঁকির অভিযোগে অ্যানচেলত্তিকে দোষী সাব্যস্ত করে ১২ মাসের কারাদণ্ড এবং ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করেন। তবে ২০১৫ সালের অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ, অ্যানচেলত্তি ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ স্বত্ব ও অন্যান্য উৎস থেকে আয় করে ১০ লাখ ইউরোরও বেশি অর্থ গোপন করেছিলেন এবং সে অনুযায়ী কর পরিশোধ করেননি।

তবে স্পেনের প্রচলিত আইনের আওতায়, এক বছরের কম মেয়াদের প্রথমবারের দণ্ড হলে সাধারণত কারাভোগ করতে হয় না। ফলে কার্লো অ্যানচেলত্তিকে জেলে যেতে হচ্ছে না, তবে জরিমানা পরিশোধ করতে হবে।

রিয়াল কোচ থেকে ব্রাজিল দায়িত্ব

৬৬ বছর বয়সী এই কোচ ২০২৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের মে মাসে তিনি ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রথম দফায় কোচ ছিলেন অ্যানচেলত্তি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর