[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ১০:৫৯ পিএম

সংগৃহীত ছবি

অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আগামী বৃহস্পতিবারের (১০ জুলাই) সকল এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরিন। তিনি জানান, বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলামের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিনের টানা ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের ফলে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামসহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতা এবং নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় ১০ জুলাইয়ের পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সন্ধ্যায় বোর্ড এ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করে।

তবে ১০ জুলাইয়ের স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে—সে বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। বোর্ড জানিয়েছে, পুনঃনির্ধারিত সূচি পরবর্তীতে জানানো হবে।

পরিস্থিতি বিবেচনায় মানবিক সিদ্ধান্ত

নদ-নদীর পানি বৃদ্ধি এবং শহরাঞ্চলে জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। বোর্ডের এই সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

চলমান এইচএসসি পরীক্ষা

উল্লেখ্য, গত ২৬ জুন সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। দেশের ২,৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। পূর্বঘোষিত রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১ আগস্ট থেকে।

পরীক্ষা সংক্রান্ত যেকোনো পরিবর্তন ও সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে বলা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর