অ-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত শুরু করলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে সেমিফাইনালে ওঠার পথ কঠিন করে ফেলেছে বাংলাদেশ।
এখন শেষ চারে উঠতে হলে তাকিয়ে থাকতে হবে চীন দলের ফলাফলের দিকে।
মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী পাকিস্তানের কাছে ৬-৩ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল।
লড়াইয়ে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা করে ছেলেরা। দলের হয়ে দীন ইসলাম একটি এবং ইসমাইল হোসেন দুটি গোল করেন।
এই হারে গ্রুপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ঝুঁকিতে। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে চীনের পরবর্তী ম্যাচে অনুকূল ফলাফলের প্রার্থনায় থাকতে হবে টাইগার হকি দলের।
এসআর
মন্তব্য করুন: