[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ৪:৪১ পিএম

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ।

সিরিজে সমতা আনার পর এই ম্যাচটি দুই দলের জন্যই ফাইনালের মতো। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে লঙ্কান ব্যাটারদের চাপে ফেলেছে টাইগাররা।

নতুন বলে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব মেলে ধরেন নিয়ন্ত্রিত বোলিংয়ের নিদর্শন। এর ফলও মেলে দ্রুত। ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের বাড়তি বাউন্সার ব্যাটে ছোঁয়া লাগিয়ে স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে জমা দেন উদ্বোধনী ব্যাটার মাদুস্কা। তিনি মাত্র ১ রান করে ফেরেন সাজঘরে। এতে ভাঙে ১৩ রানের প্রথম উইকেট জুটি।

দ্রুত উইকেট হারালেও শ্রীলঙ্কার ইনিংসে গতি ফেরান তিন নম্বরে নামা কুশল মেন্ডিস। তার সঙ্গে পাথুম নিশাঙ্কাও ধীরে ধীরে হাত খুলে খেলতে শুরু করেন। এই জুটিতে ভর করে প্রথম পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা এক উইকেট হারিয়ে ৫১ রান তোলে।

তবে বড় হতে থাকা এই জুটি ভেঙে দেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দারুণ ফর্মে থাকা এই বোলার ১৫তম ওভারে পাথুম নিশাঙ্কাকে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন পারভেজ ইমনের হাতে। ফেরার আগে নিশাঙ্কা করেন ৪৭ বলে ৩৫ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭১ রান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর