[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

লঙ্কানদের হারিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি, বাংলাদেশে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৫ ১০:১৯ এএম

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ।

২৪৯ রানের লক্ষ্য রক্ষা করে সিরিজে ১-১ সমতা ফেরানোর পাশাপাশি টাইগাররা পেয়েছে আরেকটি বড় সুখবর—আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে দলটি।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিল ৭৬, অবস্থান ছিল দশম। শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত একটি জয় পেলেই নবম স্থানে ওঠার সুযোগ ছিল। শনিবার রাতে জয়ের পর সেটিই নিশ্চিত হয়। এখন টাইগারদের রেটিং ৭৮, আর ৭৭ রেটিং নিয়ে দশম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে, বাংলাদেশের কাছে হারের ফলে শ্রীলঙ্কাও এক ধাপ পিছিয়েছে। তারা নেমে গেছে পঞ্চম স্থানে (রেটিং ১০২)। তাদের পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে পাকিস্তান (রেটিং ১০৪)। শীর্ষ তিনে যথারীতি রয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে বাংলাদেশ। আইসিসি জানায়, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হবে সরাসরি বিশ্বকাপ খেলা দলগুলো।

এখন পর্যন্ত লঙ্কান মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। আগের ছয় সিরিজের মধ্যে চারটিতে হেরেছে, বাকি দুইটি ড্র হয়েছে। চলমান সিরিজের শেষ ম্যাচ জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কায় সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা। যদিও সিরিজ জিতলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে না, তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং ব্যবধান বাড়ানোর সুযোগ থাকবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর