[email protected] রবিবার, ৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

১৩ মাস পিছিয়ে গেল ভারতের বাংলাদেশ সফর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ ৮:৩০ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের জাতীয় ক্রিকেট দলের।

তবে সেটি আর বাস্তবায়ন হচ্ছে না। ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে এই সফর।

শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের। গত কয়েক মাস ধরেই এই সফর অনিশ্চয়তার মধ্যে ছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।

বিসিসিআই জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতেই সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী সফরের সময় ও ম্যাচভিত্তিক সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে, প্রকাশিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল ভারতের। ১৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথম ওয়ানডে ম্যাচ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর