প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, বিশেষ করে মিডল অর্ডারের ভেঙে পড়া, ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।
সিরিজে টিকে থাকতে হলে বাকি দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে। আজ (৫ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশ—যেখানে একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
দলে পরিবর্তন আসছে অন্তত দুইটি
প্রথম পরিবর্তনটি হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে। প্রথম ম্যাচে ভালো পারফর্ম করা পেসার তানজিম হাসান সাকিব অসুস্থ হয়ে পড়েছেন। অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি। তাই আজকের ম্যাচে তার খেলা প্রায় অনিশ্চিত। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন, যিনি প্রথম ম্যাচে সুযোগ পাননি।
অন্যদিকে, ব্যাটিং ফর্ম বিবেচনায় দল থেকে বাদ পড়তে পারেন লিটন দাস। প্রথম ওয়ানডেতে চারে ব্যাট করতে নামলেও তিনি রানের খাতা খুলতেই পারেননি। ওয়ানডে ফরম্যাটে দীর্ঘদিন ধরেই তিনি অফ-ফর্মে আছেন—শেষ আট ইনিংসে চারবার শূন্য রানে আউট হয়েছেন, করেছেন মাত্র ১৩ রান। তাই তার জায়গায় একাদশে দেখা যেতে পারে বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারীকে।
কম্বিনেশনেও মিলছে পরিবর্তনের যৌক্তিকতা
প্রেমাদাসার স্পিন সহায়ক উইকেট, সেই সঙ্গে লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গার বিপক্ষে অতিমাত্রায় ডানহাতি ব্যাটার নিয়ে ঝুঁকি না নিতে চায় টিম ম্যানেজমেন্ট। লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী ও মিরাজ—সবাই ডানহাতি হওয়ায় মিডল অর্ডারে বৈচিত্র্য আনতেই বাঁহাতি শামীমকে দলে আনার পরিকল্পনা।
এছাড়া তিন পেসারের পরিবর্তে বাড়তি স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেওয়াও হতে পারে ম্যাচ কন্ডিশন অনুযায়ী একটি কৌশলগত পদক্ষেপ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।
এসআর
মন্তব্য করুন: