[email protected] বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

তানজিদের ফিফটিতে জয়ের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ৮:৪৮ পিএম

সংগৃহীত ছবি

তানজিদ হাসান তামিমের দৃষ্টিনন্দন হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কার দেওয়া লক্ষ্য তাড়া করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৪৫ রানের লক্ষ্য সামনে রেখে ভালো শুরু পেয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮৭ রান। ব্যাটিংয়ে রয়েছেন তানজিদ হাসান তামিম ৫০ রান এবং নাজমুল হোসেন শান্ত ২১ রান নিয়ে।

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে শুরুটা মোটেও ভালো হয়নি লঙ্কানদের। মাত্র ৬.১ ওভারে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

এ সময় দলের হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার একাই লড়াই করে খেলা ১০৬ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার তাসকিন আহমেদ, তিনি ৪ উইকেট শিকার করেন। তানজিম হাসান সাকিব নেন ৩টি উইকেট।

জয়ের জন্য এখনো বাংলাদেশকে করতে হবে ১৫৮ রান, হাতে রয়েছে ৯টি উইকেট এবং পর্যাপ্ত ওভার। তামিম-শান্ত জুটি ধরে রাখতে পারলে জয়ের পথ আরও সহজ হয়ে উঠবে টাইগারদের জন্য।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর