[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ম্যানসিটিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আল হিলাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই ২০২৫ ১০:৩১ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৫ ৬:০৯ পিএম

সংগৃহীত ছবি

ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বড় চমক দেখাল সৌদি আরবের ক্লাব আল হিলাল।

শেষ ষোলোতে ইউরোপের জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সিমোন ইনজাঘির দল।

মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে চলে। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে ব্রাজিলিয়ান তারকাদের দাপটে জয় নিশ্চিত করে আল হিলাল।

প্রথমে ম্যাচের ৯ মিনিটেই গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন ফিল ফোডেন। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ১-০। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্কোস লিওনার্দো গোল করে সমতায় ফেরান আল হিলালকে। এরপর ম্যালকমের গোলে ২-১ এগিয়ে যায় সৌদি ক্লাবটি।

৫৫ মিনিটে আর্লিং হালান্ড গোল করে ম্যাচে সমতা ফেরান (২-২)। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে কালিদু কুলিবালি হেড থেকে গোল করে আল হিলালকে আবারও এগিয়ে নেন। তবে ১০৪ মিনিটে ফিল ফোডেন নিজের দ্বিতীয় গোল করে আবারও ম্যাচে ফেরান সিটি (৩-৩)। কিন্তু ১১২ মিনিটে লিওনার্দো নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন।

শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় পায় আল হিলাল, বিদায় নেয় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলা কোচ সিমোন ইনজাঘি আল হিলালের ডাগআউটে দাঁড়িয়ে প্রমাণ করেছেন— কৌশল, পরিকল্পনা আর সাহসী ফুটবল দিয়েই বড় দলকে হারানো সম্ভব।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর