শেষ মুহূর্তে চলতি আইপিএল আসরে দল পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
ফ্র্যাঞ্চাইজিটি তাকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে, যদিও নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি এবং তখন কোনো দল আগ্রহ দেখায়নি।
বুধবার এক বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। শুধুমাত্র চলতি ২০২৫ আইপিএলের বাকি অংশের জন্যই দিল্লির হয়ে খেলবেন মুস্তাফিজ। নিয়ম অনুযায়ী, পরবর্তী আসরের জন্য দিল্লি তাকে ধরে রাখতে পারবে না।
আইপিএলে এটিই বাংলাদেশের কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি অর্থমূল্যে দল পাওয়ার রেকর্ড। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজা ৬ লাখ ডলারে (প্রায় ৪ কোটি টাকা) কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন।
আগামী শনিবার থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। দিল্লি এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। প্লে-অফে খেলার ভালো সম্ভাবনা থাকায় বাকি ৪ ম্যাচে মুস্তাফিজ হতে পারেন দলের গুরুত্বপূর্ণ অস্ত্র।
আইপিএলে মুস্তাফিজ এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে খেলেছেন ১০৬ ম্যাচ, উইকেট ১৩২টি।
এসআর
মন্তব্য করুন: