[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ফের বিচ্ছেদের গুঞ্জন, গুজবে জল ঢাললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে ২০২৫ ৯:৪৮ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় এবং এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে ক্রীড়া অঙ্গনের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সাকিবের অবস্থান নিয়েও আলোচনা-সমালোচনা কম নয়।

গত বছরের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন বলে গুঞ্জন ওঠে। সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মতো সাকিবও রাজনৈতিক চাপে রয়েছেন বলে অনেকে মনে করছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি এখন দেশে ফিরতে পারছেন না বলেও শোনা যাচ্ছে।

রাজনৈতিক জটিলতার পাশাপাশি সাকিবের ক্রিকেট ক্যারিয়ারেও নেমে এসেছে ছায়া। আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়েছে বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে। ফলে এখন শুধু ব্যাটসম্যান হিসেবে খেলার সুযোগ রয়েছে তার। যদিও তিনি মানসিকভাবে খেলার জন্য প্রস্তুত, রাজনৈতিক বিবেচনায় তাকে দলে রাখা হচ্ছে না—এমন কথাও শোনা যাচ্ছে।

এই সব অস্থিরতার মধ্যেই ফের উঠে এসেছে তার ব্যক্তিগত জীবনের গুঞ্জন। সম্প্রতি সাবেক অর্থমন্ত্রী ও বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে সাকিবের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি ঘিরে ফের গুঞ্জন শুরু হয়—সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সম্পর্ক নিয়ে।

এর আগেও সাকিব-শিশিরের দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। একবার শিশির সাকিবের কিছু ছবি ফেসবুক থেকে মুছে ফেলায় বিচ্ছেদের জল্পনা শুরু হয়। তখন শিশির নিজেই একটি দীর্ঘ পোস্টে জানান, তাদের সম্পর্ক একেবারেই স্বাভাবিক ও স্থিতিশীল।

সাম্প্রতিক গুঞ্জনের জবাবে এবার সরাসরি কোনো বক্তব্য না দিলেও, সাকিব কার্যত গুজবে জল ঢেলেছেন। বুধবার (বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে) নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্ত্রী শিশিরের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশন না থাকলেও ছবিটি স্পষ্ট করে দিয়েছে, তারা ভালো আছেন একসঙ্গেই।

ছবির কমেন্টবক্স ভরে যায় শুভকামনায়। অনেকেই গুজব ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সাকিব ও শিশিরের দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই। এমনকি তাদের পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে—সব কিছু স্বাভাবিক, তারা ভালো আছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর