[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে ২০২৫ ৮:৩৯ পিএম
আপডেট: ০৭ মে ২০২৫ ৮:৪২ পিএম

ফাইল ছবি

ক্রিকেটের সবচেয়ে ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক রোহিত শর্মা।

সাদা পোশাকের এই আদি ফরম্যাটে দীর্ঘদিন ভারতের প্রতিনিধিত্ব করে এবার অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।

বুধবার (৭ মে) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন রোহিত। তিনি বলেন, “হ্যালো সবাইকে, আমি জানাতে চাই যে আজ আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের ও সম্মানের বিষয় ছিল। সবাইকে ধন্যবাদ, যারা এতদিন আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন।”

এর আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওই ফরম্যাট থেকেও অবসর নিয়েছিলেন তিনি। তবে ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে খেলে যাওয়ার ঘোষণা দিয়েছেন রোহিত।

ভারতের হয়ে ২০১৩ সালে টেস্ট অভিষেক হওয়া রোহিত শর্মা খেলেছেন ৫২টি টেস্ট, করেছেন ৪,০০০-এর বেশি রান। উপমহাদেশের ব্যাটিং স্তম্ভদের একজন হিসেবে দীর্ঘ সময় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর