 
                                                                        দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হন চন্ডিকা হাথুরুসিংহে।
বিসিবির এমন সিদ্ধান্তের আগে কোনও পূর্বাভাস পাননি বলেই দাবি করেছেন লঙ্কান এই কোচ। বরং তিনি জানিয়েছেন, নিরাপত্তা শঙ্কার মধ্যেই তড়িঘড়ি করে দেশ ছাড়তে বাধ্য হন।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম কোড স্পোর্টস-এ দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরু বলেন, “আমি টেলিভিশনে দেখি, আমাকে বরখাস্ত করা হয়েছে।
বিসিবির সিইওর (নিজামউদ্দিন চৌধুরী সুজন) শেষ কথা ছিল— ‘তোমার চলে যাওয়া উচিত। কাউকে কিছু বলার দরকার নেই। তোমার টিকিট আছে?’ সেটাই আমার জন্য প্রথম সতর্কবার্তা ছিল। তখনই ভয় পেয়ে যাই।”
হাথুরু জানান, সাধারণত তিনি ভ্রমণের সময় একজন ড্রাইভার ও একজন বন্দুকধারী সঙ্গে রাখতেন। কিন্তু ওইদিন শুধু ড্রাইভার এসেছিলেন। এই ব্যতিক্রম পরিস্থিতি তাকে আরও উদ্বিগ্ন করে তোলে।
তিনি বলেন, “আমি টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলাম। সেসময়ই টিভিতে ব্রেকিং নিউজ দেখায়— ‘একজন খেলোয়াড়কে (নাসুম আহমেদ) লাঞ্ছিত করার অভিযোগে কোচ হাথুরু বরখাস্ত।’ ব্যাংকের ম্যানেজার তখন নিজেই বললেন, ‘কোচ, আমি আপনার সঙ্গে যাব।
আপনি বাইরে একা বের হলে বিপদ হতে পারে।’ সেই কথা শুনে আতঙ্ক আরও বাড়ে।”
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, এক বন্ধুর সহায়তায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে দ্রুত বাংলাদেশ ত্যাগ করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: