[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

আজ জিতলেই বিশ্বকাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫ ৬:২৪ পিএম

ফাইল ছবি

নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব এখন প্রায় শেষের পথে।

 আজকের ম্যাচে যদি বাংলাদেশ জিতে, তবে কোনো অঘটন না ঘটলে নিগার সুলতানাদের জন্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে। একইসঙ্গে ছিটকে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে যদি হারে বাংলাদেশ, সেক্ষেত্রে হিসাবনিকাশে ঢুকে পড়বে ক্যারিবীয়রা।

এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান তিনটি করে ম্যাচ খেলেছে এবং দুদলই জয় পেয়েছে সবগুলোতে। সমান ৬ পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে, পাকিস্তান আছে দ্বিতীয় স্থানে।

তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের সংগ্রহ ৪ ম্যাচে ৪ পয়েন্ট (২ জয়), আর চতুর্থ স্থানে থাকা আয়ারল্যান্ড ৪ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। পঞ্চম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজেরও ২ পয়েন্ট, তবে তারা খেলেছে ৩ ম্যাচ। শেষ স্থানে থাকা থাইল্যান্ড এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

প্রতিটি দল এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৫টি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল পাবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট। বর্তমান পরিস্থিতিতে আয়ারল্যান্ড ও থাইল্যান্ডের পক্ষে ৬ পয়েন্টে পৌঁছানো সম্ভব নয়। ফলে তারা ইতিমধ্যেই বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে।

আজকের ম্যাচে যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারায়, তবে তাদের পয়েন্ট হবে ৮। সেই সঙ্গে তারা নিশ্চিতভাবে পৌঁছে যাবে শীর্ষ দুইয়ে এবং বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। অপরদিকে, পরাজয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ বিদায় নেবে প্রতিযোগিতা থেকে।

পাকিস্তানের ক্ষেত্রেও একই চিত্র। তারা যদি আজ থাইল্যান্ডকে হারাতে পারে, তবে তাদেরও নিশ্চিত হবে বিশ্বকাপ যাত্রা। এমনকি হেরে গেলেও তারা থাকবে বিশ্বকাপের দৌড়ে, যদিও প্রতিদ্বন্দ্বিতা তখন আরও কঠিন হয়ে যাবে।

সুতরাং, আজকের দিনটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও পাকিস্তানের জন্য। জয় পেলে তারা বিশ্বকাপ নিশ্চিত করবে, আর বাকিদের জন্য শেষ হয়ে যাবে এবারের স্বপ্নপূরণের সুযোগ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর