[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সুপার এইটে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ডের সঙ্গে বিদায় পাকিস্তানও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন ২০২৪ ২:৫৯ এএম

বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলেও সেরা আটে জায়গা পেলো যুক্তরাষ্ট্র।

বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। ৩ ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা।

এক বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তানের স্বপ্ন। সঙ্গে বাদ পড়তে হলো আয়ারল্যান্ডকেও। অপরদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে সবাইকে চমকে দিয়ে সুপার এইট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের সুপার এইটের আশা বেঁচে থাকতে হলে আজকের ম্যাচে অবশ্যই হারতে হতো যুক্তরাষ্ট্রকে। কোনোভাবেই পয়েন্ট ভাগাভাগিও করতে পারবে না।

কারণ, ৩ ম্যাচে ২ জয়ে যুক্তরাষ্ট্রের পয়েন্ট আগেই ৪ হয়ে গেছে। অপরদিকে পাকিস্তানের বাকি এক ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হতো ৪।

কিন্তু আজকের ম্যাচ বাতিল হয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের পয়েন্ট হয়ে গেছে ৫।

অন্যদিকে জিতলে আশা বেঁচে থাকবে আইরিশদেরও। কেননা আজকের ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হতো ২।

এছাড়া আরও একটি ম্যাচ বাকি ছিল আইরিশদের। সেটি জিতলে পল স্টার্লিংয়ের দলেরও ৪ পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল। কিন্তু এক বৃষ্টিতে সবকিছু তছনছ হয়ে গেল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর