নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
লাহোরে অনুষ্ঠিত এই ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়েছে টাইগ্রেসরা।
বৃহস্পতিবার পাকিস্তানের লাহোরের সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭১ রানের পাহাড়সম স্কোর গড়ে বাংলাদেশ। যা নারী ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ব্যাটিংয়ে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফারজানা হক ও শারমিন আক্তার। দুজনের ব্যাটে আসে ১০৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। ফারজানা করেন ৮২ বলে ৫৩ রান। এরপর ক্রিজে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নিগার ও শারমিন মিলে গড়েন ১৫২ রানের বিশাল জুটি। নিগার ৮০ বলে ১৫ চার ও এক ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। একইসাথে তিনি বাংলাদেশের হয়ে দ্রুততম শতকের রেকর্ড গড়েন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে তিনি করেন ১০০ রান।
অন্যদিকে শারমিন আক্তার ছিলেন অপরাজিত। ১২৬ বল মোকাবিলা করে ১১টি চার মেরে তিনি সংগ্রহ করেন ৯৪ রান।
এর আগে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৫২ রান, যা করা হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে।
ব্যাটিংয়ের পর বল হাতেও ছিল বাংলাদেশের দাপট। টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে থাইল্যান্ড নারী দল। ২৮.৫ ওভারে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে সমান ৫টি করে উইকেট তুলে নেন ফাহিমা খাতুন ও জান্নাতুলি ফেরদৌস।
এই জয়ের ফলে নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ। ফারজানা, শারমিন ও নিগারের ব্যাটিং নৈপুণ্যের সঙ্গে ফাহিমা ও জান্নাতুলির দুর্দান্ত বোলিং দলকে এনে দেয় এক ঐতিহাসিক জয়।
এসআর
মন্তব্য করুন: