জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।
গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নামার আগে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। এরপর থেকে দেশে দুই দফা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এবার সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে যাচ্ছেন তামিম।
প্রথমে তাকে রাজধানীর সাভারে অবস্থিত কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার হার্টে একটি রিং পরানো হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি বাসায় ফিরে যান এবং এখন বিশ্রামে রয়েছেন।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, শুরুতে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করে সিঙ্গাপুরে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে সিঙ্গাপুরের ভিসা এবং বিমান টিকিট চূড়ান্ত করা হয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরে একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে তামিমের সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। সেখানে তিনি পরামর্শ গ্রহণের পাশাপাশি সম্পূর্ণ স্বাস্থ্যপরীক্ষা করাবেন।
তামিমের চিকিৎসা নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, “তামিম ক্রিকেটে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আরও তিন থেকে চার মাস পর্যবেক্ষণের পর আমাদের কার্ডিয়াক টিম ও ফিজিওদের মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, “তামিম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তবে তিনি এখন সম্পূর্ণ বিশ্রামে আছেন।”
এসআর
মন্তব্য করুন: