[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুপার এইট নিশ্চিতে বাংলাদেশকে আরো ২ ম্যাচ জিততেই হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৪ ১১:৫০ পিএম
আপডেট: ১২ জুন ২০২৪ ১২:০০ এএম

দক্ষিণ আফ্রিকার কাছে অবিশ্বাস্যভাবে চার রানে হেরে সুপার এইটে ওঠার সমীকরণ একটু হলেও জটিল করে ফেলেছে বাংলাদেশ দল।

তবে আশার কথা, সুপার এইটে ওঠার সম্ভাবনার নাটাইটা এখনো বাংলাদেশের হাতেই আছে। শেষ দুই ম্যাচে নিজেদের কাজটা ঠিকঠাক করলেই চলবে নাজমুলদের।

অবশ্য এখন পর্যন্ত সুপার এইট নিশ্চিত করতে পারেনি কোনো দলই। রোববার নিউইয়র্কে বাংলাদেশকে হারিয়ে টানা তৃতীয় জয় পাওয়া দক্ষিণ আফ্রিকারও অঙ্কের হিসাবে এখনো সুপার এইটে ওঠা নিশ্চিত হয়নি। এ পর্যন্ত একটি বিষয়ই নিশ্চিত হয়েছে—ওমানের সুপার এইটের আগেই বাদ পড়া।

বাংলাদেশসহ অন্য ১৯টি দলকে গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে সুপার এইটে যেতে যা করতে হবে...শেষ দুই ম্যাচ তো জিততে হবেই, গ্রুপের অন্য সব ম্যাচের ফলও আসতে হবে পক্ষে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর