[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

শর্ট পিচ নাইট ক্রিকেট টুনামেন্টের চ্যাম্পিয়ন ক্রিকেট ওয়ারিয়র্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৫ ৮:২৩ পিএম
আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ৯:২০ পিএম

বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দিচ্ছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন।

বার হাতিয়া যুবসংঘ আয়োজিত শর্ট পিচ নাইট ক্রিকেট টুনামেন্ট ২০২৫ চ্যাম্পিয়ন হয় ক্রিকেট ওয়ারিয়র্স।

মতলবের ধারাভাষ্যকার ফয়সালের উপস্থাপনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঈন উদ্দিন মেম্বার, শহীদ সিকদার, নাজির প্রধান, সাত্তার বেপারী, মারুফ সরকার, শাহজাহান সরকার প্রমুখ।

এদিকে ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হবে শুনে সন্ধ্যা থেকেই হাজার হাজার দর্শক খেলা উপভোগ করতে মাঠে চলে আসেন।  কেবল তাই নয়, শত শত  নারী বা প্রমীলা দর্শক ও এ সময় চোখে পড়ে।

 

জানা যায, রাত ১০ টায় অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় ক্রিকেট ওয়ারিয়র্স ও ডেঞ্জার ইলেভেন।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ডেঞ্জার ইলেভেন। ক্রিকেট ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করে ১০.৩ ওভার খেলে ৫০ রানে অলআউট হয়।

পরে ৫১ রানের টার্গেটে ডেঞ্জার ১১ ব্যাটিং করতে নেমে ১২ ওভাবে মাত্র ৪৭ রানে ৯ উইকেটে তাদের ইনিংস সমাপ্ত হয়। ফলে ক্রিকেট ওয়ারিয়র্স ৩ রানে জয়লাভ করে। এতে টুনামেন্টের চতুর্থ সিজনে শিরোপা অর্জন করে দলটি।


ফাইনালে ৪টি উইকেট পেয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শাওন সরকার। উক্ত খেলায় ম্যান অব দ্যা টুনামেন্ট নির্বাচিত হন নাসিম জুনিয়র। এর আগে সন্ধ্যা ৭ টায় মুখোমুখি হয় নাইট রাইডার্স বনাম ডেঞ্জার ১১। উক্ত খেলায় ডেঞ্জার ১১ জয়লাভ করে ৭ উইকেটে।

পরবর্তী ম্যাচে রাত ৯ টায় ফ্রেন্ডস এন্টারপ্রাইজ বনাম ক্রিকেট ওয়ারিয়র্স মুখোমুখি হয়। এ সময় ৪ উইকেটে জয়লাভ করে ক্রিকেট ওয়ারিয়র্স।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন, হৃদয় সরকার, সজিব  প্রমুখ। 

ক্রিকেট ওয়ারিয়র্সের টিম ম্যানেজার তাওহীদুল ইসলাম তুহিন দলের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানান। তিনি তার মা বাবাকে এ জয় উৎসর্গ করেন। 

প্রসঙ্গত, এ টুনামেন্টে মোট ৪ টি টিম অংশগ্রহণ করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর