[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫ ৬:৫৯ পিএম

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। কক্সবাজার জেলা প্রশাসক চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাঁদ দেখার তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পর ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে।

ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ উৎসব। এদিন দেশজুড়ে বিশেষ ঈদ জামাত, শুভেচ্ছা বিনিময় ও নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর