জেলা প্রশাসকদের (ডিসি) জন্য ১২ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার চিঠিতে উল্লেখ করা হয়েছে, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জমির নামজারি বা রেজিস্ট্রেশনসহ সব নাগরিক সেবা হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে নিশ্চিত করতে হবে।
ডিসিদের জন্য বিশেষ নির্দেশনা:
জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জেলা প্রশাসকরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। তাদের উদ্বুদ্ধ করতে ও সুশাসন নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার এই নির্দেশনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ডিসিদের মাঠ পর্যায়ের কার্যক্রম কঠোর নজরদারিতে রাখা হয়েছে। নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবে সরকার।
এসআর
মন্তব্য করুন: