হার্ট অ্যাটাকের পর লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান ফিরেছে।
হার্ট অ্যাটাকের পর লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান ফিরেছে
তিনি হাসপাতালে ছুটে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।
সোমবার (২৪ মার্চ) মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে উপস্থিত হন তামিম। খেলার সময় আকস্মিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত সাভারের একটি হাসপাতালে নেওয়া হয়।
কেপিজে হাসপাতালে চিকিৎসকরা তামিমের হার্টে সফলভাবে একটি রিং পরান। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান, “তামিম জ্ঞান ফিরেছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।”
কেপিজে হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান বলেন, “তামিম ইকবাল সকালে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা শুরু করা হয়। এনজিওগ্রাম ও স্টেন্টিং সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন, তবে গুরুতর অবস্থা পুরোপুরি কাটেনি।”
চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের শারীরিক অবস্থা আরও স্থিতিশীল হতে কিছুটা সময় লাগবে। তার সুস্থতার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
এসআর
মন্তব্য করুন: